সাগরের ঢেউ উঠে উথলি
মনের আকাঙ্খাও জাগে ব্যাকুলি
যতবার ডুবেছি লাভা সমুদ্রে
বিশ্বাসে মিলেছিল নিঃশ্বাস।
বিশ্বাস শব্দটি আবেগী যদিও পূর্ণ সংশয়ে
শোকার্ত হারানো প্রেম ব্যর্থ হয় হৃদয় জয়ে
যে প্রেমের আশ্বাস হাড়িয়েছে কালের যাত্রায়
নতুন করে এলে ভয় পাই আরো বেশী মাত্রায়।
তবুও মনে প্রেম জাগে আশ্বাসে খুজিঁ বিশ্বাস
সূদীর্ঘ একাকী পথে চাই না আর দীর্ঘশ্বাস।