বিশে বিষাদ
জানিনা কতটা পথ পেরুলে
পথিক হয় আপন,
কেনোই বা জনারণ্যেও
একাকীত্বে ভাসে মন!
বিশের বিষে চোখ শুকালে,
সময়ে কাঁদে রুগ্ন মন!
পিয়াসায় কাটে শাওন ভাদর,
ফাগুন হারায় আগুনের কদর !
সময়ে বুঝেছি স্বাধীনতায়
কেনো অধীনতার সাধ হয়,
বিশ অব্দ কি নিঃশব্দ?
বিস্মিত নিদ্রাহীন এ অন্ধত্ব।।