বিক্ষুব্ধ ইচ্ছে মৃত চিলের পক্ষে
অনতিক্রম্য দ্বিধা পাহাড়;
অজস্র দীর্ঘনিঃশ্বাসের পরেই মানুষ
ত্যাগ করে শেষ নিঃশ্বাস।
জীবনের সৌরভ বিধ্বংসী সর্বশূচী মহাকাল
খন্ড প্রলয়ান্তে যেন আগ্নেয় লাভার কঙ্কাল।
দূর্বোধ্য হায়ারোগ্লিফিক্সের অর্থশূন্যতা যে মন নাড়ায়
প্রত্নতত্বের ধ্বংসের প্রাসাদে সে বোধ রয় অপেক্ষায়
কিসের অপেক্ষা?
একটাই জীবন
কথা ছিলো হবে মূল্যবান
অথচ, কতই না মূল্যহীণ তার সমীক্ষা!