বিচ্ছেদ
সেই মুক্তিকে কি
বলে কোনো বিচ্ছেদ?
অজাত শত্রুতায়
মুক্তির নামে
কাড়ে যে সর্বস্ব!
যন্ত্রণাদগ্ধতার বাণে
হইনি তো তবু নিঃশ্ব!
অধিকার ছাড়িয়া
সেই অধিকারের আচঁলে
হৃদয়ের একুল ওকূল
দুকূল ভরা অসীমে
যাহার বাস!
ধরায় দেয় মন্ত্রণায়
এ কোনো আভাস?
সে অসীম প্রাণমন লয়ে,
যতদিকেই আমি ধাই,
শত দুঃখ ও মৃত্যুর স্বাদে
বিচ্ছেদ হেথা নাই!!