বিবেক অন্বেষন
যদি আমার জায়গা না হয়
তোমাদের এই আসরে,
নাহয় আমি হারিয়েই যাবো
থাকবো না এ তাসের ঘরে।
যেখানে বধির দৃষ্টির ক্যানভাসে
থাকেনা কোনো শিল্পকলা,
চন্চল প্রান সেখানে
থমকে থাকে বধির অমানিশা।
এখানে শিক্ষিতের অভাব নেই,
অভাব শুধু শিক্ষিত বিবেকের;
নির্মল প্রেমের সুপাত্র খুঁজলেও
বিবেকহীন মানুষ আর চাই না।
হোক সে গরীব বা কালো
মনের আলোই জগৎ ভালো;
না থাকুক গর্বের পজিশন;
তবু থাকুক শুধু মনুষত্ব,
সুকর্মের প্রশংসা আর
অপকর্মের বিবেক দংশন।