বেওয়ারিশ
কি অদ্ভুত সময়!
দ্রুত মানুষ গুলো হচ্ছে লাশ
আর লাশ গুলো বেওয়ারিশ!
ভয় পাচ্ছি সে দিনের
যেদিন করোনা থাকবে কিন্তু
ছুটি ও লকডাউন থাকবে না!
কিছু কিছু সময় '
অভিভাবক শূণ্যতা বিষয়টি
বুকের ভেতরটা
এলোমেলো করে ভাবায়,
যখন আমার কিছু হয়ে যাবে,
ছেলেটাকে কে দেখবে?
অথচ প্রবাসী বাবা থেকেও নেই;
লক ডাউনে সে এসে
ছেলের দায়িত্ব নেবে কি?
বিমান যে চলে না।
চলে থেমে থেমে
আমাদের জীবন!
নিভূ নিভূ প্রদীপ শিখায়
ভয় লাগে..
কখন যে ধপ করে
শেষ জ্বলা জ্বলে
এক্কেবারে নিভে যাবে!
সমস্ত দুনিয়ায় কি হলো,
তা না দেখেও যদি
ঘরে থাকি বন্দী,
তবে করোনায় না হোক,
ক্ষুধা তৃষ্ণার জ্বালায় জেনো
মা বেটার মৃত্যু অবধারিত।
তুমি সত্যকে দেখবে না
যদি না থাকে মৃত্যুর চোখ
মৃত্যু মানে,
না বাচাঁর নিরপেক্ষতা।
ক্ষমা করো, দোয়া করো
তাঁর নির্ভরতায়।
করো স্নান নব ধারা
জলের নির্ঝরতায়।।
মোদের মৃত্যু হোক,
আলোয় আলোয় নির্দ্বিধায়,
ভালোয় ভালোয়
করোনা হোক বিদায়!!