বেলা শেষের পথিক
তুমি কি ফুলের সাথে কাঁটার কিংবা
কাঁটার সাথে ফুলের জীবন দেখেছ?
অভিমানে শুকানো ফুল?
কামিনীর জন্য কখনও জাগেনি কি মায়া?
কিংবা যে বোকা পাখীটি খাঁচায় কাঁদে..
বোঝো তার অন্তহীন বেদনা?
কথা ছিলো বট বা ছাতিমের
মতন ছায়া দেবে..
ফুল আর কাটাঁর সমান যত্ন করবে,
ক্যাকটাসকে বলবে, তুমি কেদোঁনা!
সে অনুভবের সীমানা পেরিয়ে
যান্ত্রিক জীবনের নীরিখে
তুমি হারালেও
আমি তো বেলা শেষের
সেই উদাস পথিকই আছি।
অনেক দূরে যাবার ভাবনায় ক্লান্ত!