বেখবর
স্পর্শকাতর এ অস্হিরতার অস্তিত্বে;
এ জীবনের বাঁচা-মরা বহমান!
মর্গে জমা আছে যত অজ্ঞাত লাশ
তা হতে পারতো আমাদের অবকাশ!
ছাত্র-জনতা, শ্রমিক পুলিশ পথচারী,
বিনা চিকিৎসায় অন্ত:স্বত্বার আহাজারী,
কিংবা নবজাতকের মৃত্যুর হিসেব বুঝিয়ে কি দেশ ছাড়ছো হে স্বৈরাচারী?
লক্ষ নাকি হাজার মৃত্যু,
সততার হিসেব কড়ায় গন্ডায়
মিটালে,
জীবন নিয়ে কি কাপুরুষের ন্যায়
পালাতে গো অনাচারী?
পাবে না এ মাটিতে স্হান
জীবিত কিংবা মৃত খুনীরা
যদিও পিতা এ মাটিতে পেয়েছে কবর,
অনাচারী স্বৈরাচারীর বার্তা আজ বেখবর!