বার্তা
রাতভর শব্দ শুনি
সুরেলা দুষ্টু মিষ্টি বৃষ্টির
অজানা প্রেমে স্বপ্ন দেখি
ভালোবাসা সৃষ্টির।
সময়ে নিঃশর্ত, নিঃস্বত্ব
জীবন উৎসর্গিত করে,
নিজস্বতা বলতে কিছু আর
নেই কারো তরে।
সপ্তসিন্ধু মন্হনের সুধা
সেই কবে ভুলেছি,
রঙ্গীন সভ্যতায় তোমার
ঢিল ছোড়া দেখেছি।
যেহেতু এখনও আছি ভবে
বার্তাবাহক খবর আনে;
এমন বোধবুদ্ধিহীন তুমি
আর কতকাল রবে?
নির্বুদ্ধিতার মাশুল দিচ্ছি
সারাজীবন ভর;
আকাশ নীলের বার্তায় আর
করেছি না নির্ভর।।