অয়োময়
নিঝুম রাতে প্রহর গুনি, খুঁজি সুখের ঘর
পাশে তো রয়নি কেউ, সবাই যেনো পর।
শূন্যতা যে মনের ঘরে পাইনা কোথাও ঠাই
দুর্জন তো বিপথে টানে,পথটা না হারাই।
লোকে বলে অন্ধকার নাকি রহস্যময় হয়;
আবছায়ায় শব্দরা কি নিঃশব্দতা ছোঁয়?
হৃদয় মাঝে ব্যথায় বাজে করুন সুর
আশার আলো খুজতে ছুটে স্বপ্ন বহুদুর।
নিভু নিভু আলো তবু বন্ধ হয় এক সময়,
শুধু থাকে অন্ধকারের সেই অয়োময়।।