আয়না
প্রতিদিন আয়নাতে দেখি,
সকালে, বিকালে, নিস্তব্দ্ধ রাতে!
আধপাকা চুলের রঙীন বর্ণিলতা
আজ আমায় ক্লান্ত করে
বরষার বৃষ্টি ও মেঘের কোরাস,
বেনোজলে আহা কত স্বপ্ন গেছে ভেসে
কতদিন কীর্তনের সুর থেকে দুরে আছি,
ভুলে গেছি সেই ভোরবেলার তোলা
নরম ঘাসের রুপালী শিশির!
তোমার ঔদার্য আমি
গ্রহন করতে পারিনি,
আমাকে ক্ষমা করো প্রভূ...