আত্মশুদ্ধি

পঙ্গু হতে বাকী
শারিরীক ও মানসিক,
খুব জরুরী প্রয়োজন
আজ যে ভ্যাকসিন।

জানিনা কতদিন আর
করবো সারভাইব,
বিধ্বস্ত জীবনের
নেই যে কোনো আর্কাইভ!

রাষ্ট্রে অনিস্চিত যেখানে
জীবন ও জীবিকা,
লিখো দ্রুত যত পারো
দিনপন্জীর যবনিকা।

ঝেড়ে ফেলো আজ
সব অহঙের খেলা;
ধৈর্যের বাধেঁ পাড়ি দাও
এ বছরের ভেলা।

শুকরিয়া করো দেখে
নিজের লেখনী,
আজ শুধু লকডাউনে
রাখো বন্ধনী।

পেলে সঠিক সময়ে ভ্যাকসিন
গবেষনা করো বেচেঁ একদিন!

দুর্দিনে হারিও না যেনো
নিজ সাবধানী বুদ্ধি,
বেচেঁ থাকলে বুঝবে
ইহাই তোমার আত্মশুদ্ধি।।