আত্মদহন
নিশীথ জানে ভোরের দাবী
আত্মদহনে জ্বলে কবি।
যখন থেকে সে বিদায় নিলো,
তখন থেকেই একলা থাকি।
নিজেকে কেন আগলে রাখি?
জানতে যদি চাও উত্তরঃ
অবিশ্বাস আর ভয় মরোনোত্তর!
সে ভয়,
এই একলা থাকার ভয়কেও
দেড় যুগ করেছে জয়!
মাততে কোনো হুযুগে
পাই অনিশ্চিতের ভয়।
হয়তো তুমিও দূরে যাবে
কাছে আসার
বাসনা হারাবে।
কিছু করা নাই বা হবে;
ব্যথার সমুদ্রে তা
কতইবা বাড়বে!
বন্ধু থেকো
ভালো থেকো
সে কামনা সর্বদা রবে।
হয়তো কবর থেকেই
প্রেম হবে!
তবে জেনো রেখো,
চাই না হতে আমি
নযনেরও জল অথবা
সত্তুরের একজন!
সুপাত্র খুঁজি বিলাতে মোর
প্রেমের আয়োজন!