আত্ম -কথকতা
কেউ যদি স্পেশাল খাওয়ায় সাধ করিয়া,
দাওয়াত খেয়ে করি অনেক শুকরিয়া।
কিন্ত সাথে ভাবি তাঁদের কথা...
যাদের পেটে জোটেনি এমন গল্পকথা !
উদরে যাদের তীব্র খিদের আগুন জ্বলে;
বোঝেনা তারা জাত-পাত-ভদ্রতা কি বলে;!
স্রস্টা- খ্রিস্ট সমান সব্বাই, ঘোচে না কালরাত;
আজান বা মন্ত্রচ্চারনে তাঁদের জোটে না যে ভাত।
হয়তো পূর্ব-জনমে আমি ছিলাম কোনও ভিখারী,
নয়তো তাঁদের কোনও পথপ্রদর্শক আলোর দিশারী।
আজ হয়তো হয়েছি কোনও ভাসমান কচুরিপানা
এ জীবন যেন মোর কাছে আজও অর্ধেক অজানা!,