শ্রাবণের বিলাপে কাদেঁ জনতা..
ছাইচাপা স্ফুলিঙ্গে জীবন বহতা..
জীবনতরীর ভাসমান যাত্রীরা টলোমলো;
মশকাক্রমনে সব আবাবিল এলোমেলো;
মহামারীতে যেন বৃথা সব হা পিত্যেশ,
আতঙ্কে বেচেঁ থাকা তো আশার নিঃশেষ।।
গ্রামে বন্যা আর শহরে ডেঙ্গু
নিরাপত্তাহীনতার মডেল যে পঙ্গু
গনহত্যা, গনধর্ষন বা ডেঙ্গু কি গুজব?
শান্তনা কি পায়,যে বলে আল্লাহর গজব!
আতঙ্কে বাঁচার তরে মৃত্যুই কি নিরাময়?
কেন হৃদপিন্ড ব্লক করে জীবন হয় নির্ভয়।
পূজাময় পূণ্যে পঞ্চমুখ ঈশ্বরের পূজারী,
তবে কে দেখাবে মানবেরে আলোর দিশারী!