আশঙ্কা

কখনও কখনও কোনো কোনো
নিশ্চিত লস থেকে
বেঁচে যাওয়াকে লাভ বলে।
কখনও টিকে থাকাকেই জীবন বলে।

হয়তো আমি সেই দলেরই ;
অন্যদের মতন নয় স্বস্তির বাহারি,
নই তেমন কোনো গুনের অধিকারী;
তাই ভয়েই কাটাই এ জীবনাচারী।

সর্বদা একাকী আতঙ্কে ভাসি;
সমাজে কখন কোন ভুলে হই দোষী;
কোন প্রেমে না হই আবার আবেশী,
গা বাঁচোয়া বুদ্ধিতেও নই সাহসী।

হয়তো আমি সেই প্রপঞ্চকের দলে,
যে কিনা অতীতকে আকড়ে চলি।
ইতিহাস দেয় যেটুকু ভবিষ্যতের শিক্ষা;
নিরন্তর চেষ্টা তব নিতে, মঙ্গলের দীক্ষা।।