আষাঢ়ের সৃষ্টি
মেঘ বলছিলো,
বৃষ্টি আসার আগ মুহূর্তের
শীতল বাতাসের যে গন্ধ;
সেটা তার খুব পছন্দ।
জানালার বৃষ্টিচ্ছটায় ভিজি।
তবু করিনা বন্ধ;
নাহয় থাকুক এলোমেলোতা,
কিছুটা মৃদুমন্দ!
তমাল তরু কাটা লতার ভীরে,
অপরাজিতার কদম দিনকালে,
চঞ্চল কাঁঠালী বাসনায়,
অম্লমধূরতায় যেনো আবেগ ভাসে।
আর, দিগন্তে ভাসে
মেঘের চাওয়া পাওয়া।
বৃষ্টিচ্ছটার লগণটা তাই
আজ জানালায় উদ্ধত।
তবুও মুগ্ধ হই আবেশে..
গৃহে ও গগনে মেঘের উচ্ছ্বাসে।
নিমগ্নতায় ভালোবাসি বৃষ্টি;
কি নির্মল অপরূপ আষাঢ়ের সৃষ্টি!