আরোপিত সম্ভাবনা
রাত্রির মৌণতা ঘুমোতে দেয়না,
বুড়ি চাঁদ বেনোজলে ভাসে নির্ঘুম!
মন রঙে স্বপ্ন ভরপুর,
প্রয়োজন যে কৃষ্ণচূড়ার কর্পুর।
সম্ভব না যখন হয় সম্ভাবনা;
তখন খুঁজি মনের আনন্দে,
বাঁচার প্রেরণা..
ইমারতের নীল বিষ নিঃশ্বাসে
বাঁধা এ নীড়,
প্রকৃতি বলতে একটুকরো
মন খারাপের বারান্দা।
কখনও ভরা পূর্ণিমায়
ঐ গ্রীল ধরে চাঁদ দেখি;
দেখি অপরুপ বালখিল্যতা;
আরও দেখি,
একটু দূরেই হাতির ঝিলের
আরোপিত লেক..
হৃদয় খুড়ে বেদনা জাগে,
সাথে জাগে ভরা পূর্ণিমার রাত।
জানি, একদিন থেমে যাবে
সব স্বপ্নের হাতছানি;
অদম্য আকণ্ঠ নিমজ্জিত প্রত্যাশিত
এক বুক প্রেমের আহাজারি!