বিষন্নতায় নিঃসীম শূন্যতার অনুভব
করতে পারে ক'জন?
যেন অপরাজিতার মত নীল থেকে
আরো নীল হয়ে বিলীন গর্জন।
একদিন যেথায় শঙ্খমালা,
মনিমালার কাকঁন বাজতো,
আজ সেথায়
শান্ত-স্তব্ধ শীতল শ্মশান।
জানো কি টয়েনবীর মতবাদ?
সভ্যতার পতনে আবার হয়
নব সভ্যতার উত্থান!
চন্দন পালঙ্ক চড়ে মানব;
দাফনের পর,
মাটিতে মিশতে লাগে ক'দিন?
দিন কাটে আবারও
নব জাগরনের অপেক্ষায়
নির্ঘুম রাতের নির্জনতায়।