অনন্ত বর্ষায়
বৈচিত্রহীন জীবনে,
শেকল বন্দী দিনক্ষণে;
চক্রের বাইরে যাই না,
পরিবর্তনও তাই হয় না।
কতটুক সময় তোমার
এ জীর্ণতাকে রাঙ্গানোয়?
বৃষ্টিরা ঝরে যায়,
এক বর্ষা থেকে আরেক বর্ষায়;
চলো ভিজি হাতে হাত রেখে..
তবু মোরা অজানা,
চিনতে চায় সম্যক দু'হৃদয়।
অনাড়ম্বরতার নেই প্রয়োজন,
আজ এ বর্ষার অনন্তে
শুধু চিনতে চাই তোমায়।