রুদ্র'র মতে যতবার হৃদয় ভাঙ্গে মানুষ
ততবারই নাকি আরও বেশী হয় প্রেমিক !
যখন কেউ প্রেম মন্দিরে ঘণ্টা বাজায়
আমি কুঁকড়ে যাই অঞ্জলীর আভায়!
বাদল দিনে প্রথম কদম ফুল দিলে,
মেঘের ছায়ায় আকাশ কাঁপে অন্তনীলে।
শ্রাবণে শ্রাবণে বিসৃত স্রোতের প্লাবন,
ভাসায় সময়ের নিঃস্ব রিক্ত জীবন।
জীবন মানে নয়তো শুধু পুজোর অঞ্জলি নেয়া
বিনিময়ে আরাধনায় তুষ্ট শ্রদ্ধাঞ্জলিও দেয়া।
কেমনে দিই সেই বন্ধুত্তের অঞ্জলীর প্রতিদান?
জোছনা ভরা রাতেও গাই মেঘের জয়গান!