আমন্ত্রণ

সে জানে না তো, না জানিলো!

তবুও, বৃষ্টি শেষের এক মুঠো রোদ্দুরের অপেক্ষায়
কত যে প্রেম জমছে তব হৃদয় আকাশে !

বললে, নাহয় করবে সকল বাসনা আমন্ত্রণ!  

বিস্ময়ে রাঙানো চাকচিক্যে বা ধুলিমাখা আয়নায়,
খুঁজবে সেই হারানো অগোছালো প্রেম।
আসাড় রুদ্দুরে কাশবনহীন আসমুদ্রহিমাচলে..

যত দুরেই যাক না কেনো, বৃষ্টি দেখে বুঝবে,
মেঘের আড়ালে সে ব্যথার কাজল মাখা কান্নায়,
বেদনার সাথী বসে আছে অপার অপেক্ষায়!      

একদা নিশ্চিন্তে ঘুন ভেঙ্গে ঠিক মুক্ত পাখির মতো,
উড়ে উড়ে আসবে মনের উঠোনে ,    
আবারও গভীর প্রণয়ে বাঁধবে সাহসী যুগল।