ভালোবাসি বলার অপেক্ষায়
আর কাটবে কতকাল আশায়
যদি দেখা হয় সহসা
মিটবে মনের এ পিয়াসা
ফুলের ডালি যাবে না জলান্জলী
দেব যে স্বপ্নে গাথাঁ সে অন্জলী
ইচ্ছেগুলো থমকে আছে পেখম মেলে
ময়ূরপঙ্খী কখন ভিড়বে এ কূলে
কবুতর, বেড়াল বা হুতুম পেচাঁর চোখে
যদি খোঁজো ভালোবাসা কোনো সুখ বা দুখে
আলোর বদলে খোঁজো তা অন্ধকারে
আমারে খোঁজো আলোকিত মানুষের দ্বারে
প্রেমের মাল্য পাবে ভালোবাসার অহংকারে।।