আলো বিভ্রান্তি
অন্তহীন পথে যেতে যেতে,
পথকে শুনাই ব্যর্থতার গাঁথা
পথ আমাকে দেখায়
আরো সুদূর কোন পথ..
হঠাৎ ভাবি,
যে পথ তার নিজের
শেষকেই জানেনা,
সে আমার ব্যর্থতায়
কি আর পথ দেখাবে!
আমি অবজ্ঞা ভরে
সামনে এগিয়ে যেনো,
আরো পিছিয়ে পড়ে ভাবি,
হয়তো সে পথের অভিজ্ঞতায়
আরো কিছু শিখতে পারতাম!
আসল ভয় তো আমার
আজন্ম লালিত দূর্ভাগ্যকে!
এ যেন পোষা বিড়ালের
বিয়োনো ছানারা,
যাদেরকে বস্তাবন্দী করে
দূর পথে ছেড়ে এলেও
তারা আমার মায়ায়
ফিরে ফিরে আসে!
পথের মাঝে পথ হারালে
সত্যিই পথ পাওয়া দুস্কর।
খুঁজি রোশনাই
আলো ভেবে হৃদয় যেনো
আঁধারে হারাই।।