আলো আঁধার
কখনো পাবে না আলোতে খুঁজে কোনো আলো
আলোর বিপরীতে যে আঁধার তাতে খোঁজো আলো,
রবি-শশী থাকে না আকাশে যে একসাথে
ঘুড়ি উড়ে গেলে রাখিনি তো নাটাই হাতে!
অসীম আকাশে বুক পেতে কেউ
মুছে দেয় না অনাবিল অন্ধকার
একই রবি-শশির সাথী হয়েও অনেক বন্ধু
করতে পারেনা বন্ধুত্বের অহংকার!