আজি নববর্ষ জাগ্রত দ্বারে;
কালবৈশাখীর সিক্ত সবুজ হলুদ পাতার মর্মরে,
আগুন পোড়া মানুষের ব্যাথা যন্ত্রণার হাহাকারে!
চার সন্তানের জননীরাও জীবনে অভিশাপ বয়;
কতিপয় শিশু,তনু,নুসরাতরা মৃত্যুতে বেচেঁ রয়।
সময়ে সবই বিলীন হয় নব বর্ষের উম্মাদনায়
উন্নয়নের ধারা অব্যাহত থাকে
আনন্দলোকে মঙ্গলালোকের বাসনায়....
কাটে বর্ষ যুগ সহস্রাব্দ শতাব্দী
যা দেখেছি শুধু নিজের জীবন অবধি,
বুঝেছি তব মানব জনমের লক্ষ বছরের ইতিহাস,
কালের বিবর্তনের উন্নয়নে; হয় মানবতার সর্বনাশ।
নববর্ষ বরণে -
একদিনের বাঙ্গালী পান্তা ইলিশের আড়ালে খুজেঁ মরে আনন্দলোক;
ধরা কাঁপে কাল বৈশাখীর উত্তাপে আর হৃদয়হীণতায় ভূলোক দ্যূলোক।
মানুষেতে সুরাসুরে জ্বলেনা কোনো আশার প্রদ্বীপ
তবুও শুভ কামনা জরা গ্লানি ঘুচে জেগে উঠুক...
মানবতায় উদ্ভাসিত মঙ্গলালোকের এ বদ্বীপ ।।