অঝর গতির ভাঙ্গন
সাগর থেকে নদীতে ভাসা ঊর্মিমালায়
কিংবা, জোছনায় নিঙ্ড়ানো স্নিগ্ধতায়
দুনির্বার প্রেমে অঝর গতি যদি থমকায় ,
তবে কেমন লাগে, ভাবতে পারো?
মদিরায় সুরভির শান্ত রাতের স্নিগ্ধতা,
ঘাসের বুকে সকালের শিশিরাচ্ছন্নতা,
বরফাচ্ছন্ন দেশে অনাবিল আশ্বাসের হাতছানি,
যাই বলো না কেনো,
তোমাকে ছাড়া সঞ্চিত প্রেমের এতাগ্রতায়,
শুধু জাগে হাজার জনমের তৃষ্ণা !
প্রবল ঝড়ের গতিই যে তার প্রকৃতি!
নদীর একূল অকূল ভাঙ্গার মধ্যে
বনেদী কোনো আক্রোশ নেই জেনো।
ভাব এবং স্বভাবের পার্থক্যটা বুঝলেই
তুমি জানবে সে অমলিন আর
দূনির্বার আকর্ষন ভাঙ্গনের মাজেযা।