সপ্তসুর পঞ্চমসুরের মনের গভীরে
একদা ভেসে এসে;
শুদ্ধসুরে সঙ্গীত সাগরে লিখে দিলে
নাম তুমি হেসে।
সাগর পাহাড়ের বাধাঁয় হৃদয়
মানে না কোনো প্রহরী;
ফুলের গন্ধে ভ্রমর উড়ে
বাজায় আনন্দ লহরী।
তুমি আছো হৃদয়ে কোনো
দূর পাহাড়ের গায়;
মহুয়া বা মালতি জীবনে শুধুই
একেঁ বেকেঁ যায়।
নিশিদিন স্বপনে পায়ে পায়ে
বহে নিরাকার ভালোবাসা,
প্রেমেরও সাধনায় আবার জাগায়
মনে কোনো আশা!
শুধু দেখতে চাই এক আকাশ ভরা
পূর্ণিমা আর জলন্ত তারা;
তোমার হাত ধরে নাহয়
বাসন্তী বাতাসে হব মাতোয়ারা।
সূর্যোদয় বা সূর্যাস্তে
প্রতিটি হৃদস্পন্দনে আর নিঃশ্বাসে;
শেষে নাহয় আবেশ মনে
জাগে হৃদয় ভালোবাসার পিয়াসে।
না হয়,নরম শীতের রাতের শিশির জমার ফাকেঁ,
নিস্তব্ধ রাতের একূল অকূল অতৃপ্ত কোনো সুখে।