অহং
তোমার সবটুকু জানিনা আমি
কিছুটা জেনেছি
প্রতিরাতে তুমি ক্ষমা পেতে চাও;
অথচ মুখোমুখি হবার সাহস নেই
আত্মজের ফোনে শব্দ শুনে রেখে দাও
এ জড়তা তো উত্তরণ হবার নয়।
প্রভাতের আলোয় প্রতিনিয়তঃ জেগে
তুমি আবার ভাবো, পথের শেষ নিয়ে...
যে পথ শুধু ভিন্ন পথই সৃষ্টি করে,
কভূ ফেরেনা পুরনো বাঁকে
তাই তুমিও ফিরতে পারো না।
🐾🐾
সেই হারানো হিয়ার নিকুঞ্জ পথে
ঝরা ফুল কুড়ানো স্বজনের,
অশ্রুসজলা নয়নের আকুতি
আত্মঅহং এ দলে যাও।