আহাম্মক বিশেষ!
টিপ টিপ বৃষ্টিতে যখন
ফেসবুক ভাসছে..
ভাসছে উন্নয়ন নামক
কোনো কালিমার দাগ;
ঠিক তখনি স্মৃতিচারণ !
ছোটবেলায় মা,
কপালে কালো টিপ পড়াতো
নজর না লাগার সংস্কারে..
বড় বেলায় দেখি,
রং-বেরঙের টিপ নজর কাড়ে
সোন্দর্য প্রকাশের তরে!
অর্ধশতে অসাম্প্রদায়িক এ দেশে
পোশাক-প্রসাধনে আগ্রাসী রাশে ;
আজ বইছে কিসের বাতাস ..
আহাম্মকদের উন্নয়নে ভাসা দেখে
করো না হা-হুতাশ !
অন্যের কপালের একফোটা রঙে
যার এত বিদ্বেষ, সে নিজেই হোক
জঘন্য ঘৃনিত পাপাচারী অশেষ!