অদৃশ্য বার্তা
মেঘের উদাসী রথে
অদৃশ্য বজ্রপাত;
মাটিই শুষে তার
বিশুদ্ধ জলস্নান!
বৃক্ষের শিকড় পঁচে
মাটি হয় তপ্ত;
প্রেমহীন আত্মা
রয়ে যায় অতৃপ্ত।
আঁধার ঢাকা ঋজু পথে
শীতল নিথর প্রাণ,
দিন শেষে ক্লান্ত পাখী
হারানো উত্তাপ ফিরে পাক।
শীতের কুয়াশা ঢাকা মুখ
নব চিঠির গন্ধে মাতুক সুখ!
নাহয় তা হোক একালের
ডিজিটাল অসুখের সুখ!
মনের গহীনের অব্যক্ত মূর্ছনা
যন্ত্রের ঝংকারে কাটুক যন্ত্রণা,
মুছে যাক গ্লানি ও ব্যর্থতা
অদৃশ্য বার্তায় তাই প্রার্থনা।।