অদম্য প্রলাপ
তুমিও কি আমার মত
মিথ্যে শান্তনায় পুড়বে জেনেও
আগুনে হাত বাড়াও?
মনে হয় না।
কখনও দেখেছো কি
দু'চোখের কোনের নোনাজলের
সেই ভেজা অস্পস্টতা?
মনের ভেতরের অদম্য আমৃত্যু কষ্টটা?
নাহয় নাই বা দেখলে...
কি ই বা এলো গেলো কারও!
ইদানিং কেমন একগুয়ে হয়ে যাচ্ছি...
এক ঘরে থেকে থেকে...
কেমনে যে হয় দিন রাত্রি পার!
ধূলোমাখা পথে আর
হাটাহাঁটিটা হয় না পক্ষকাল,
স্হগিত কর্মক্ষেত্রের বন্ধুর আড্ডাটাও!
অসামান্য এককোষী এক করোনায়
স্বেচ্ছা গৃহবন্দীত্বে বাধ্য মানবজাতি।
ভাবনার রাজ্যে চাওয়া-পাওয়া আর
পাপ-পূন্যের হিসেব কষার আহাজারি!
কতকাল ভবে রইবে মানব?
যেতে তো একদিন হবেই।
তবু কে ই বা মরার আগেই
মরতে চায় বলো?
ভালো থেকো, বেচেঁ থেকো
জীবনের ভ্রান্তিগুলো
বিবেচনার জন্যে হলেও।
না না!
হৃদয় খুড়েঁ বেদনা জাগাতে বলছি না!
যা তুমি আড়ালে রেখে সুখের ভাব ধরো!
শুধু বিবেকহীন না হও তার আবেদন!
ভাবছো, আবার সেই পাগলের প্রলাপ!
তাই ভাবো, কি আর করা?
সারাটা জীবন একাকীত্বে
বাধ্যতার কেমন আকুলতা,
না ই বুঝলে অমন পাথর বুকে
জীবন্ত লাশের বীলিনতা!