মনে নানান অমোঘ প্রশ্ন
কখনও দেখেও থাকি চুপ
কখনও না খোলার জন্য বন্ধ রাখি চোখ।
তুমি কি পরাধীন?
খুঁজছো স্বাধীনতা?
এসেছে কি আবার ঘুরে দাড়াবার দিন?
তবে ভেঙ্গে ফেলো শৃঙ্খল পরাধীন।।
যদি ভাবো,তুমি ডানা কাটাঁ,
উড়তে বাধাঁ,মোহাবিষ্ট!
তবে বলবো,ওড়ার জন্য ডানা নয়,
তোমার ইচ্ছেই যথেষ্ট।
যদি আলোতে খোঁজো আলো
জীবন হবে আরো এলোমেলো,
আলো খুঁজতে হয় অন্ধকারে
অসীম স্বপ্ন খোঁজার ক্যানভাসে।
ইতিহাসে ঢের প্রমান, মানুষের নিরন্তর প্রয়াণে
অন্ধকার সময় থেকে বিশৃঙ্খল সমাজের পানে,
তবুও মানুষ জাগে পৃথিবীতে রাত্রিদিনের উদয়ে
সচেষ্ট প্রকৃতি নিস্ফল বা সফল আধাঁর ও মননে।।