অসংখ্য জখমের চিহ্নে
কি নিষ্ঠুর আবরার হত্যাযজ্ঞ !
ঘৃনা, কষট আর লজ্জায় আমরা শোকাহত।
সম্প্রতি বাংলাদেশ-ভারত এ দু’দেশের
সম্পর্ক নিয়ে সম্পাদিত চুক্তি,
আবরার হত্যার কারন শুধুই কি
সমালোচনা আর জামাত বিভ্রান্তি ?
এবার দেয়া হবে নিশ্চিত
আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি !
নাকি ছাত্র রাজনীতি বন্ধে উস্কানী দিল
কোনো এক দলের ঘাটতি?
গুটি ক’জনের অপরাধে পুরো দল কি হয় দায়ী?
রাজনৈতিক দলের প্রতি আজ শ্রদ্ধা যে অস্থায়ী ।
যে দেশে প্রকাশ্য বিশ্বজিৎ হত্যার খুনীদের হয়না বিচার
সে দেশে খুন হবে আরো হাজ়ারো আবরার!
দিনভর বিক্ষোভে উত্তাল বুয়েটের শ্রেষ্ঠ মেধাবীরা…
কেমনে সইবে প্রশাসনের নব নব পায়তারা ?
প্রয়োজন এমন আইনী ব্যবস্থার
অপকর্ম করে কেউ পাবেনা পারাপার ।
আমরা যে কোথায় আটকেছি
সে সমস্যার না হলে সমাধান;
দূর্নীতিমুক্ত সুনীতির হবে না গড়া
গ্রোবাল উন্নতির সোপান!