আবীর

নানান স্বপ্ন যখন আমায়
দিলো অনেক ফাঁকি
বাকী স্বপ্ন যেটা আছে,
তোমায় বলে রাখি।

কিছু কৃষ্ণচূড়া খুঁজি নিরন্তর..
যার আবীর রংহীন জীবন
রাঙাতে পারে,
রাধাচুড়ার রঙে,
রঙ্গীন ভুবনে ভাসাবো যারে।

মন রঙে স্বপ্ন ভরপুর,
প্রয়োজন যে কৃষ্ণচূড়ার কর্পুর।

সম্ভব না যখন হয় সম্ভাবনা..
তখন খুঁজি মনের আনন্দে,
বাঁচার প্রেরণা।