মানুষ তার সমস্ত মূলধন পুতে আয়ূর গভীরে
হঠাৎ ই যা উপড়ে যায় এক নিমেষের ঝড়ে!
মৃত্যু ; যে জীবনের ছায়া হয়ে ঘোরে
সারে তিন হাত মাটি নয়তো বেশী দূরে।
তার চেয়ে বরং বুঝে নাও জীবনের স্বাদ
অনাবিল আশ্বাসের আকাশে ভাসুক এ প্রাণ।
সে যেমন ধরে রাখে মেঘ ও বৃষ্টি
তেমনি আকর্ষণ করে মানুষের দৃষ্টি।
আকাশ শুধু নয় যে দেখতে সুশীল সুনীল রীতি,
দিগন্ত থেকে দিগন্তে ছুটে চলা এক দূনির্বার গতি।
সদা জাগ্রত সে তারার খেলায় অন্ধকার অবয়বে
সূর্যোদয় সূর্যাস্ত মেলাতে ব্যস্ত সহস্রাব্দের হিসেবে