অপার

সংসারে অপার দুখেও যখন,
দ্বীনের মালিকের হয় না দয়া;
চাতক বলো কেমনে বাঁচে
মেঘের অঝোর বরিষণ বিনা?

দিনে যদি না হয় দ্বীনের সাধন
বীজের জোড়েও ধরেনা ফল।
নদী বয়না জল শুকালে
মোহনায় দিয়ে বাঁধন!

সব দিয়ে যার সব কেড়ে নেয়,
শূন্য মাঝে ক্ষনিকের লহমায়।
প্রিয় সবুজ গালিচায় খুঁজি তারে,
অবুঝ মনের মোহনায়।।