আলো
এক শূন্য আকাশ
মহাশূন্যে তার বাস।
এক মনে কত অন্ধকার,
আলো খুজিঁ বারবার!
এক সময়ে এসো
বিনিদ্র অমানিশাতে
নয়তো স্তব্ধ দুপুরে!
জীবনের ঘাত-প্রতিঘাত
কালবৈশাখী বা
খরস্রোতা নদীতে..
তারপর?
মুক্তিপ্রবন হাওয়া
বরাবরের মতন
তোমার চলে যাওয়া!
খুজেঁ নিব উপাসনা পুস্পক
মেঘ যেখানে বৃষ্টির রুপক!