সাদা পাহাড়ের দেশে আমি একলা
চারপাশে ভয়ংকর  সব ধাঁধা
চিন চিন করছে রক্ত শিরা
তবুও মানছে না কোন বাঁধা।
বরফ জমা প্রান্তরে
শুষ্ক ধুসর সাদাটে
সূর্যের কীরণের শক্ত পানিতে প্রতিফলনে
গা ঝলসানো তেজ।
দুম্বার সারি দিচ্ছে পাড়ি
বোঝায় রসদ তীর্থ যাত্রীর
চিহ্ন নিশ্চিহ্ন এক মুহূর্তে
মরাহাজা চরণে আমি ক্ষুদ্র মানুষ।
কঠিন যাত্রা মুকুটের পানে
মহারাজার হুকুমে চরবে মনিবে
যাকে চাইবে না মহারাজ মুকুট পানে
ছুড়ে ফেলবে ছোট তুষার কণায়
পিষে ফেলবে আবহাওয়ার পাশানতায়
মানুষ সেথা মিছে
প্রকৃতি তীব্র সত্য
মহারাজার মুকুটে দেখা সূর্যোদয়
শ্রেষ্ঠ সূর্যোদয়
সাদা ধূসর প্রান্তে সূর্য কীরণ
মগজের ভিতরে ঠাণ্ডা হাওয়া
একরাশ মুক্ত নিঃশ্বাস
আর কয়েক মুহূর্তে জন্যে মহারাজের মুকুটে চড়ে মহারাজা।