মেঘ স্নান হোক তবুও বৃষ্টি না হোক
মেঘ বাতাশে উবে যাক তবুও বির্দীণ না হোক!
যদি আকাশ মেঘলা হয়?
তবে কালো মেঘে ঢেকে যাক; বৃষ্টি হোক।
অঝোর ধারায় বইতে থাকুক শ্রাবণের বারিধারা
আষাঢ়ের বিকেলে মেঘে মেঘে ঘর্ষণের শব্দ হোক;
হোক মেঘমালার আয়োজনে বৃষ্টির আগমন।
যদি বৃষ্টি হয়; তবে যেন তোমার জ্বর হয়,
তোমার শরীর জুড়ে জ্বরের গন্ধ হোক
তার চেয়ে বেশী হোক জ্বরের বাহানা।
যদি জ্বর হয়, আরো বেশী করে হোক;
সারারাত জলপট্টি দিয়ে জ্বর নামাবো
ঠোঁটের স্পর্শে কপাল ছুঁয়ে জ্বর মাপবো
তবে মেঘ জমুক, বৃষ্টি হোক, জ্বর নামুক,
জ্বরে তোমার সুখে থাকার অসুখ হোক।