দুমড়ো চোখের শ্রাবণধারায়
আমার ঘাড়ে মাথা রাখে রক্তিম চোখ!
অবিশ্বাসের ঘোড়ায় চেপে পথ হারালো
স্রোতস্বিনী;
তন্দ্রালোকে বিভোর হয়ে ডুব সাতারে
কালো মেঘ;
চুল কেমন এলোমেলো প্রাচীর গলানো
তীব্র শীতেও জমেনি যে জল,
সে জল উড়লো তোমার গ্রীষ্মে-