তুমি সেই শঙ্খচিল,
যে আমার আমার আকাশে
ডানামেলে উড়েছিল যেদিন
আমি মুগ্ধচোখে তোমায় দেখেছি সেদিন।
তুমি খুব অভিমানী এক শঙ্খচিল
যার খুব ঘন ঘন অভিমান হয়,
খুব বেশী রাগ ও হয়,
আবার হিংসে ও কম হয় না।
আমার আকাশে তুমি অভিমানী হয়ে
উড়ে যাও প্রতিনিয়ত,
আর আমি বাতাশের সুঘ্রাণে
তোমার অভিমান ভাঙ্গাই রোজনিয়ত।
তবুও কেন যেন মনে হয়,
তোমার এই ঘনঘন অভিমান, রাগ,
তোমার অনুভূতিগুলোতে মরচে ধরিয়ে দেই,
যার দারুণ আজকাল অবসাদে বেলা কাটে।
মাঝেমধ্যে সমুদ্রের ঢেউয়ের মত
তোমার পুরোনো স্মৃতি গুলো উপছে পড়ে
আমার হৃদগ্রহের ডাঙায়,
যেখানে তুমিছাড়া অন্য কেউ নাই।
তুমি যেখানে ইচ্ছে উড়ে যাও
আমি বাতাশে মিশে রবো তোমার সাথে,
মনে রেখো তুমিই আমার
বিশাল আকাশের একলা শঙ্খচিল।