প্যাথেডিনের নষ্ট পথের মত কিংবা
পলেস্তারা খসে পড়া দেওয়ালের মতই জীবন পরিত্যক্ত।
তামাটে গ্রীলের সবুজ শ্যাওলার যেমন গুরুত্ব নেই?
তেমনি গুরুত্বহীন সঙ্গী ছাড়া শালিক!
গতবছর বিদ্যুতের হাই-ভোল্টেজে মরে যাওয়া,
শালিকের প্রেমিক এখন প্রেমহীন। সেও পরিত্যাক্ত।
রাস্তায়ঠাঁই দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টটি ও
যুগযুগ ধরে সঙ্গীহীন। এখানে সেও পরিত্যক্ত প্রেমহীন,
অন্য কোন ল্যাম্পপোস্ট কখনো তার সঙ্গী হবে না।
ফুটপাতে রোগাক্রান্ত হয়ে পড়ে থাকা কুকুরটিকে
কেউ দত্তক নিবে; সেটা বলাও হাস্যকর। সেও পরিত্যাক্ত।
কারণ, কেউ জেনেশুনে রোগ টানতে চাই না।
সিনেমাপ্যালেসের মোড়ে পড়ে থাকা পাগলটা,
একযুগ ধরে অপেক্ষার কবিতা লিখছে! সেও পরিত্যক্ত,
কারণ, তার পাগলীর ফিরে আসা বারণ আছে।
যুগের নবাব-নন্দিনীর ভালোবাসার দস্যু শয়তান এসে
নন্দিনীকে নিয়ে যাবে; আর এখানে নবাব পরিত্যক্ত,
প্রকৃতির খেলায় নবাব কেবলই পরিত্যক্ত।