তারপর সেই যে তোমার অপেক্ষা শুরু হলো
ঘড়ির কাটাও পৃথিবীর অক্ষ কাটিয়ে ফিরে আসলো
বেলা ৫টার কাঁটায়; তাও তোমার আসা হইলো না।
অবক্ষয়ের নামে যে সময়টুকু ক্ষয়ে গেছে,
যে সময়ে আমাদের মিলন রচিত হইতো
চাদর মুড়ানো কঙ্কালে; তোমার প্রতিচ্ছবি
জলছায়ায় ভেসে উঠে অবয়ব।
আমি কীভাবে ভুলি তোমার উচ্ছাস মাখা বদন!
পৃথিবীর সমস্ত বিষাদ জুড়ে কেবল
তোমার কালোছায়া; আমাকে ফিরিয়ে দাও
অপেক্ষার প্রতীক্ষা থেকে হে যন্ত্রণা।