তুমি লীলাবতী সাজবে,
পড়নে লাল পাড়ের ধবধবে সাদা শাড়ি;
হাতে কয়েকগুচ্ছ লাল-চুড়ি,
শ্যাম্পু করা খোলা এলোকেশী চুল
আর কপোল জুড়ে চন্দন;
পায়ে লাল রঙা আলতো এবং
দু-পায়ে দু-জোড়া রূপালী নূপুর।
প্রকৃতিক ঋতু হিসেবে
হেমন্তকালকে বেছে নিবো,
হাল্কা কুয়াশায় হিম শীতল ঠাণ্ডা
দক্ষিণা বাতাশ বইবে বারান্দায়।
সেদিন জ্যোৎস্নার নীল আলো নয়
অমাবস্যার ঘন অন্ধকার হবে,
তারার হাট বসবে আকাশ জুড়ে;
মিটমিট করে জ্বলতে থাকা শুকতারা
অন্ধকার কে লাবণ্য দান করবে।
খোলা আকাশের নিচে মোমের আলোয়
আমি তোমায় দেখবো লীলাবতী সাজে..