রাত বাড়ে, কীট নামে,
নৈঃশব্দ্য চেনা স্বরে ডাকে
হঠাৎ দেয়াল ঘেঁষে ঝিঝিপোকা নামে,
নিরুপায় আপাদমস্তক মস্তিষ্ক
উবুথুবু হয়ে নিরালায় হাসে।
শহুরে বন্দীজানালায়
একলা পাখি অপেক্ষায়
ভালোবাসার ফুলঝুরি নিয়ে।
প্রেমিকের মিথ্যে অভ্যাস
পরিচিত প্যারিসের পারফিউম হয়ে,
প্রেমিকার শহরের মিথ্যে সুভাষ ছাড়ে।
নির্ঘুম নিষিদ্ধ পল্লীর হ্যালোইন প্রপাতের-
কিছু অসহ্য আর্তনাদ বোবা কানে ঢেউ তোলে।
কানের রন্ধ্র বন্ধ; সমাজপতি গভীর ঘুমে মগ্ন!
ঝিঝিপোকা নামে, কীট নই মানুষ বেশে এই শহরে।