সেদিন অবেলায় শীতের সকাল হবে,
রাতের কান্না কুয়াশায় ঢেকে যাবে মাঠির বুক;
ঘাসের চিবুক পর্যন্ত ছড়াবে শিশিরজল,
ফড়িং নগ্ন পায়ে স্পর্শ করবে ঘাসের চিবুক।
সেদিন অহেতুক আষাঢ়ের বর্ষা নামবে,
বিদীর্ণ করে দিবে ঘাসের বেড়ে উঠার প্রণালি;
ভেঙে যাবে ফড়িং'য়ের হাল্কা আবরণের ডানা,
ভাঙা ডানা নিয়ে ফড়িং নেতিয়ে পড়বে ঘাসের বুকে।
সেদিন হঠাৎ হেমন্তের কম্পন অনুভূত হবে,
দুমড়ে-মুছড়ে ফড়িং ঘাসের বুকে লেপ্টে যাবে;
ফড়িং'য়ের হৃদস্পন্দন অনুভব করবে ঘাস,
অনুভবে সজীবতা ফিরে পাবে ঘাসের হৃদয়মম।
সেদিন আচমকা গ্রীষ্ম রৌদ্রতাপ পড়বে,
রৌদ্রতেজে ক্লান্ত হয়ে পড়বে ফড়িং'য়ের ডানা জোড়া;
ক্ষণেক বিশ্রাম নিবে বলে বসবে ঘাসের বুকে,
ঘাসের স্পর্শে প্রাণবন্ত হবে ফড়িং'য়ের উড়নচণ্ডী ডানা।
সেদিন হুটহাট করে শরৎের বিকেল নামবে,
প্রকৃতির নির্জনতায় ছেঁয়ে যাবে ফড়িং'য়ের হৃদয়মম;
ব্যস্ত চায়ের কাপে ধোঁয়া উঠা সময়ে ঘাসের ভাবনায়,
ফড়িং দিন পাতানো গল্প মনে করে আকশে গা ভাসাবে।
সেদিন অকল্পনীয়'ভাবে বসন্ত আসবে,
রংবেরঙের ফুলে ফুলে ঘুড়ে বেড়াবে ফড়িং;
সেদিন ঘাসের বুকে'ও ফুটবে মনোমুগ্ধকর ঘাসফুল,
ঘাসফুলের বুকে নিজেকে উজাড় করে দিবে ফড়িং।
সেদিন তবে আমরা সন্ধি করবো,
সেদিন আমি হবো ঘাস আর তুমি হবে ফড়িং;
সেদিন আমরা দুজনে মিলে হবো ঘাসফড়িং,
সেদিন সন্ধি করে'ই মিলেমিশে হয়ে যাবে ঘাসফড়িং।