মহাকাল পর যেকালে জেগে উঠেছিলো বিষাদের দ্বীপ
উৎফুল্ল মানসে রৌদ্দুরে পুড়ে
আমার সমস্তটা মূর্ছা যাক; বহিরাগিত জীবন।

সে কি ভীষণ অকাল, ভাটা পড়া নদী আর বিকেলের ঝাউবন
জীবনের তাগিদে আমিও খুঁজি দ্বীপ,
আমারো চাই আশ্রয়; ঘর-দোঁড়, পালং-সংসার

আমাদের বিচ্ছেদের দিনেও
সংসার হোক- সঙ্গম হোক, প্রেম জমুক
তীব্র শ্বাসে জ্বলে উঠুক ভালোবাসার আতশবাজি