আমার এখনো তেষ্টা পায়, চা'য়ের তেষ্টা!
ভীষণভাবে; ভীষণরকম,
শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা
সহস্র টং দোকান ঘুরেও
আমি তোমার হাতের চা'য়ের মত স্বাদ পাই না।
বিলাসবহুল দামী রেস্তোরাঁয়'ও গিয়েছি
অনেক দামী চা খেতে, বিলাসীদের আড্ডায়
একশো টাকা করে প্রতি কাপ; কিন্তু স্বাদহীন!
তোমার হাতে বানানো চায়ের কাছে সব চা' যেন পানসে।
বিখ্যাত মালাইমুরির চা'ও
তোমার বানানো চায়ের কাছে কিছুই না।
তোমার হাতের স্পর্শ,
চা'য়ের মধ্যে তোমার উত্তপ্ত গরম নিঃশ্বাস
তোমার ঠোঁটের জমানো আবদার;
এসব যে চা'য়ে নেই? সে চা নিখাঁদ গরম পানি।