মানুষ ভালোবাইসা কত কিছুই না চায়,
আর সে চায়তো একটা বকুল ফুলের গাছ।
অথচ আমি ভালোবাইসা একটা বকুল ফুলের গাছ কিনতে পারি নাই!
বকুল ফুলের জন্য সে রোজ বায়না ধরতো,
মাঝেমইধ্যে কাইন্দাও দিতো, বাচ্চাগো মতন!
বকুল ফুল দেখলেই
তার বাচ্চামি স্বভাব জাইগা উঠতো,
ফুল নিয়া খেলা করতো; ফুলের মালা বানাইতো
আবার সেই মালা গলায় পইড়া
আমার সামনে দাঁড়াইতো। আর কইতো,
আমারে কেমন লাগতাছে একটু কইবা?
কও না; আমারে কি সুন্দর লাগতাছে?
একবার বকুল ফুল কুড়াইতে যাইয়্যা
পায়ের মইধ্যে কাঁটা ঢুকছিলো!
পরে সে'কি চিল্লান আর কান্দন
বকুল ফুল কুড়াইতে পারবো না বইলা!
তার বকুল ফুল অনেক বেশী প্রিয় ছিলো
হেরলাইগা হয়তো কইছে,
মরার পর তার কবরের পাশে যেন একটা বকুল ফুলের গাছ লাগাই।
ঐ গাছে যত বকুল ফুল ফুটবো
সব ফুল যেন তার কবরের উপর ছিটাইয়া পড়ে!
পুরো কবরস্থান যেন বকুলের গন্ধে মৌ মৌ করে...